সৌদি আরবের তায়েফ শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাগুরার প্রবাসী তন্ময় মোল্যা নিহত হয়েছেন।
গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীগুন্ডী গোয়ালবাড়ি পাড়ার রেজাউল মোল্যার ছেলে।
নিহতের চাচা রিমাছ মোল্যা জানান, বাংলাদেশ এম্বাসি রোববার (১৭ আগস্ট) তাদেরকে ফোন করে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তন্ময়ের মরদেহ বর্তমানে হাওড়িয়ার আল নাহদা হাসপাতালের মর্গে রাখা আছে। তন্ময়ের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে পরিবার।
সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা বেগম জানান, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন