মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌরসভা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি তানভীর ইসলাম কাওছারের সভাপতিত্বে ও কালের কণ্ঠ মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। শ্রীমঙ্গল পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম সরকার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কবি-সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক আমিনুজ্জামান, সাংবাদিক নয়া দিগন্ত শ্রীমঙ্গল প্রতিনিধি রাকিব হোসেন, সাংবাদিক আতাউর রহমান কাজল, আমার দেশ প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, মানবজমিন প্রতিনিধি জামাল মিয়া, প্রথম আলো প্রতিনিধি শিমুল তালুকদার, মানব কণ্ঠ প্রতিনিধি আল আমিন, দৈনিক বাংলা প্রতিনিধি রাজেশ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জয়নাল আবেদীন, কালের কন্ঠ মাল্টিমিডিয়া মৌলভীবাজার প্রতিনিধি সালাহউদ্দিন শুভ. ভোরের দর্পণ পত্রিকা প্রতিনিধি শাহজাহান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুজাহিদ, গৌতম দাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সাফল্য ও দিক-নির্দেশনা এবং বিগত দিনের মতো রিপোর্ট যেন ছাপিয়ে যায় বলে মন্তব্য করেন। পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠকনন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকাবিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক রূপালী বাংলাদেশ নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারও মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছেন। বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় দৈনিক শ্রীমঙ্গল প্রতিনিধি তানভীর ইসলাম কাওছার। পরে রূপালী বাংলাদেশ পত্রিকার দীর্ঘায়ু কামনা করে আলোচনা শেষে কেক কাটা হয়।


