‘নতুন সময় নতুন দিন, মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে নড়াইলে রূপালী বাংলাদেশ পত্রিকার ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা ও কেক কাটা হয়।
এতে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু সভাপতিত্ব করেন এবং নড়াইল প্রেসক্লাবের সদস্য ও রূপালী বাংলাদেশ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মো. তাহের আলী মোল্যার সঞ্চালনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক ডা. আব্দুস সোবহান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ইনামুল কবির টুকু, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মুন্সি আসাদুর রহমান, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী, সদস্য শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।
এ ছাড়া সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
-20251126133653.webp)

