ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

রাঙামাটিতে প্রশংসায় ভাসছে রূপালী বাংলাদেশ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৯ পিএম
রাঙামাটিতে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমান্য ব্যক্তিদের নিয়ে কেক কাটা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

দেশের অন্যতম গণমাধ্যম রূপালী বাংলাদেশ পত্রিকা গত এক বছরে পাহাড়ে সংবাদ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে। পত্রিকাটি রাঙামাটিতে সব ধরনের সংবাদ পরিবেশন করে মানুষের হৃদয়ে আস্থা যোগ করেছে এবং পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছে।

রাঙামাটির মানুষ রূপালী বাংলাদেশ পত্রিকার সঙ্গে থেকে প্রতিদিন রূপালীর নিউজ পড়ে আসছে। দেশে যে জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে, তার মধ্যে রূপালী বাংলাদেশ অন্যতম। পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণ অত্যন্ত চমৎকার।

জেলা পরিষদ সদস্য হাবিব আজম বলেন, ‘রূপালী বাংলাদেশ পত্রিকার আগামী দিনের পথচলা আরও দৃঢ় বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।’

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাবিব আজম এবং অতিথি ছিলেন মিনহাস মুরশিদী। এ সময় রূপালী বাংলাদেশ সম্পর্কে এসব তথ্য তুলে ধরেন উপস্থিত অতিথিরা।

তারা বলেন, গত এক বছরে রূপালী বাংলাদেশ জেলার গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে আসছে। জেলা প্রতিনিধি হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দক্ষতার সঙ্গে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে চলেছেন। তারা রূপালী বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তারা রাঙামাটিতে ‍প্রকাশিত রূপালী বাংলাদেশের নিউজের প্রশংসা করেন। 

জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিনের সঞ্চালনায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা বলেন, রাঙামাটিতে যাকে রূপালী বাংলাদেশ পত্রিকার দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং ভালো মানের সাংবাদিক। পাহাড়ে দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করে আসছেন এবং পাহাড়ের সাংবাদিকতায় তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রূপালী বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার এস এম সামসুল আলম, ইসলামী ব্যাংক রাঙামাটি কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি সত্রং চাকমা, জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জত চৌধুরী, সাংবাদিক চৌধুরী হারুন অর রশিদ, মিশু দে, জিয়াউর রহমান জুয়েল, হিমেল চাকমা, রোকসানা আক্তার পিংকি, রাকিব উদ্দিন রকি, রূপালী বাংলাদেশ রাজস্থলী উপজেলা প্রতিনিধি উচ্চ প্রু মারমাসহ আরও অনেকে।

রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন জাসাস রাঙামাটি জেলা শাখার সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন সদস্য সচিব গণ অধিকার পরিষদ ওয়াহিদুজ্জামান রোমানসহ আরও অনেকে।