ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

রাজধানীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:৫৫ এএম
রাজধানীর মিরপুরে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ১১ নম্বরের সি ব্লকে একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট।
 
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টা বেজে ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান হোসেন আগুন জানায়, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামে থাকা মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত সাপেক্ষে কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে আশপাশের এলাকাও সতর্কভাবে পর্যবেক্ষণে রাখা হয়।