ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সভায় কল্যাণ তহবিল থেকে পুলিশ ও নন-পুলিশ সদস্যদের নিজ, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা ও পিতা-মাতার চিকিৎসা বাবদ ১২৫টি আর্থিক সহায়তা আবেদন অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া সভায় ডিএমপি কল্যাণ তহবিলের নীতিমালা সংশোধন, চাঁদার হার পুনর্নির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।