রাজধানীর শাহবাগের প্রেসক্লাবের সামনে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, বিষয়টি ঘিরে তৈরি হয়েছে রহস্য।
পুলিশ জানায়, সোমবার (২৮ জুলাই) দুপুরের পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও তার নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।