সাভারে ডিবি পুলিশ পরিচয় এবং পৌরসভার নাম ভাঙিয়ে চাঁদাবাজির দুটি পৃথক ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা।
পুলিশ জানায়, গত শুক্রবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সোহানুর রহমান (২২) নামের এক যুবক ডিবি পুলিশ পরিচয়ে এক দোকানদারের কাছে ভুয়া ওয়ারেন্টের কপি দেখিয়ে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকানদার সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানুরকে আটক করে।
একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, সাভার পৌরসভার নাম ভাঙিয়ে দক্ষিণ নামাবাজার ব্রীজ মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি ইজিবাইক ও অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘অবশ্যই সাভারের নামাবাজারে এই অবৈধ টোল বা চাঁদা বন্ধ হওয়া উচিত। সাভার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
ভিডিও বিশ্লেষণ ও অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোঃ রিপন মিয়া (২৬) ও গোলাম রাব্বি (২০) নামের আরও দুই যুবককে গ্রেপ্তার করে।
ওসি জুয়েল মিঞা বলেন, ‘চাঁদাবাজির মতো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এবং এই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’