ঢাকা: প্রবাসীর স্বজনরা বিকাশ-এ পাঠানো রেমিটেন্সের টাকা যেকোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং যেকোনো কিউ-ক্যাশ চিহ্নিত এটিএম বুথ থেকে সহজেই ক্যাশ আউট করতে পারছেন হাজারে মাত্র ৭ টাকা চার্জে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে এই সুবিধা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।
দুটি প্রিয় এজেন্ট থেকে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করার পাশাপাশি এটিএম বুথ থেকে সাশ্রয়ে ক্যাশ আউট করার এই সুবিধা গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে আরও স্বাধীনতা ও সক্ষমতা এনে দিচ্ছে। এছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিটেন্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদান সহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজনরা।
এদিকে, দেশে থাকা প্রিয়জনদের কাছে বৈধপথে সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে পারায় প্রবাসীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর রেমিটেন্স সেবা। বর্তমানে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঙ্গে নিয়ে প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে বিবেচিত প্রবাসীদের কষ্টার্জিত এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল করে রিজার্ভকে শক্তিশালী করছে, যা জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।
এটিএম থেকে ক্যাশ আউট করবেন যেভাবে
এটিএম থেকে ক্যাশ আউট করতে গ্রাহককে *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে ‘ক্যাশ আউট’ অপশনটি বেছে নিতে হবে। এখানে ‘ফ্রম এটিএম’ অপশনটি বেছে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিলে এসএমএস এর মাধ্যমে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপি পরবর্তী ৫ মিনিট সক্রিয় থাকবে এবং ১ বারই ব্যবহার করা যাবে।
এবার এটিএম বুথ ক্যাশ আউট করতে এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘বিকাশ ক্যাশ আউট’ বাটনে চাপ দিয়ে পছন্দের ভাষা বেছে নিতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং ক্যাশ আউটের পরিমাণ বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে এসএমএস এর মাধ্যমে পাওয়া ওটিপি নাম্বার দিয়ে গ্রাহকের তথ্যাদি যাচাই করে নিশ্চিত করলেই গ্রাহক টাকা পেয়ে যাবেন। টাকা এবং রিসিট গ্রহণ করার পর গ্রাহকের মোবাইলে বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন