শরীয়তপুর সদর উপজেলার সুবচনী উচ্চ বিদ্যালয়ের যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়জিদ হাসান এবারের এসএসসি পরীক্ষায় সবাইকে চমকে দিয়েছেন।
চেহারায় যেমন মিল, পড়াশোনার ফলেও মিল রেখে দুই ভাই জিপিএ-৪.৭৮ অর্জন করেছে। তাও আবার প্রতিটি বিষয়ে একই নম্বরে!
জিহাদ ও বায়জিদ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ছয়টি বিষয়ে এ প্লাস, দুটি বিষয়ে এ, এবং গণিত ও উচ্চতর গণিতে এ মাইনাস পেয়েছে। তাদের স্কুলে এবারকার সর্বোচ্চ ফলাফলও তাদেরই।
এই ব্যতিক্রম সাফল্যে আনন্দে উদ্বেলিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, ‘একই নম্বরে উত্তীর্ণ হওয়া, তাও সব বিষয়ে এটা সত্যিই বিস্ময়কর ঘটনা।’
দুই ভাইয়ের কথায় উঠে এসেছে তাদের অধ্যবসায়ের গল্প। বায়জিদ বলেন, ‘আমরা সব সময় একসঙ্গে পড়তাম, একসঙ্গে চলাফেরা করতাম, এমনকি একই শিক্ষকের কাছে পড়েছি। তাই ফলাফলও এক হয়েছে। আমাদের স্বপ্ন একসঙ্গে মেরিন অফিসার হওয়া।’
অল্পের জন্য জিপিএ-৫ না পাওয়ায় কিছুটা হতাশা থাকলেও ভবিষ্যৎ স্বপ্ন পূরণের আশায় আশাবাদী এই যমজ ভাই। সন্তানের এমন অর্জনে খুশি তাদের বাবা-মা; তারা সবার দোয়া চেয়েছেন সন্তানদের জন্য।