মাত্র এক মাসের কন্যাশিশু কোলে নিয়েই ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন রাজশাহীর বাগমারার শিক্ষার্থী শামীমা আক্তার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) পরীক্ষায় তিনি বিএসসি বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করে দেশসেরা হন।
শামীমা রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে এ সাফল্যের বিষয়টি জানানো হয়েছে।
শামীমা আক্তার বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির কন্যা। তিনি আব্দুর রাজ্জাকের স্ত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী শামীমা অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। তার স্বপ্ন ভবিষ্যতে একজন ম্যাজিস্ট্রেট হওয়া।
সন্তান ও সংসারের দায়িত্ব সামলিয়ে এমন সাফল্যের পেছনে ছিল তার অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। শামীমা বলেন, ‘পরিবার ও স্বামীর সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আমি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।’
এ সাফল্যে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শামীমাকে সংবর্ধনা দেয়।
হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমা আক্তার আমাদের কলেজকে জাতীয় পর্যায়ে পরিচিত করেছে। তার এই অর্জন গোটা বাগমারা ও রাজশাহীর গর্ব।’