‘ইনভাইটস’ নামে নতুন অ্যাপ উন্মুক্ত করেছে অ্যাপল। অ্যাপটির মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা যে কোনো অনুষ্ঠানের জন্য নিজেদের পছন্দমতো নকশার আমন্ত্রণপত্র তৈরি করে অন্যদের পাঠাতে পারবেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত করতে পারবেন। এর ফলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্ভাব্য সংখ্যা জানা যাবে।
অ্যাপলের তথ্যমতে, ইনভাইটস অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা চাইলে ব্যক্তিগত ফটো লাইব্রেরি থেকে ছবি নির্বাচনের পাশাপাশি অ্যাপের গ্যালারিতে থাকা ছবি ব্যবহার করে পছন্দমতো নকশার আমন্ত্রণপত্র তৈরি করতে পারবেন।
অ্যাপটি অ্যাপল ম্যাপস ও আবহাওয়া অ্যাপের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারে। ফলে অতিথিরা অনুষ্ঠানস্থলের দিকনির্দেশনাসহ আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন। শুধু তাই নয়, অংশগ্রহণকারীরা শেয়ার্ড অ্যালবাম ফিচার ব্যবহার করে অনুষ্ঠানে তোলা ছবি ও ভিডিও জমা রাখতে পারবেন। এর ফলে অনুষ্ঠানে তোলা সব ছবি ও ভিডিও দেখার পাশাপাশি সংরক্ষণ করা যাবে।
অ্যাপলের আইক্লাউড পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ব্রেন্ট চিউ ওয়াটসন বলেন, ইনভাইটস অ্যাপের মাধ্যমে আমন্ত্রণপত্র তৈরি করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি অনুষ্ঠানের স্মৃতিও ধরে রাখা যাবে। আইফোন, আইক্লাউড ও অ্যাপল মিউজিকের সমন্বয়ে এটি বিশেষ মুহূর্তগুলোর পরিকল্পনাকে আরও সহজ করে তুলবে।
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা সব আইফোন ব্যবহারকারী ইনভাইটস অ্যাপটি অ্যাপ স্টোর থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আইক্লাউডের ওয়েবসাইটে প্রবেশ করেও ইনভাইটস অ্যাপের সব সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন