বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুরের মেয়ের ‘বিলাসী জীবন’ নিয়ে প্রকাশিত ‘খবর’টির প্রতিবেদক ‘ভুয়া সাংবাদিক’ বলে দাবি করেছেন এএফপির বাংলাদেশের ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির।
সোমবার (২৪ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।
কদরুদ্দিন শিশির ফেসবুকে লিখেন, “গত কিছুদিন ধরে ফেসবুক বেশ গরম ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুরের মেয়ের ‘বিলাসী জীবন’ এর রহস্য উদ্ঘাটন টাইপের খবর দিয়ে। এস আলমের মালিকানাধীন পত্রিকা ‘খবরের কাগজ’, ‘জনকণ্ঠ’সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকাতেও এই খবর প্রকাশিত হয়েছিল গত ফেব্রুয়ারিতে।”
‘খবরটির মূল বক্তব্য হলো, মনসুরের মেয়ের বিলাসী জীবনের রহস্য হলো তার বাবার পাচার করা অর্থ। খবরটির মূল বক্তব্য হলো, মনসুরের মেয়ের বিলাসী জীবনের রহস্য হলো তার বাবার পাচার করা অর্থ। এই কথিত ‘খবর’টি ‘ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট’ নামক বিদেশি একটি ‘সংবাদমাধ্যম’ এর বরাতে বাংলাদেশ ছড়ানো হয়।”
ওই প্রতিবেদককে ভুয়া দাবি করে তিনি লিখেন, “আজ ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা জানাচ্ছে যে, এই খবরটি যে ‘সাংবাদিক’ এর নামে প্রকাশিত হয়েছে তিনি ‘ভুয়া সাংবাদিক’! টিম লারকিন নামের এই সাংবাদিকের নাম পরিচয় খুঁজতে গিয়ে আমিও কোন ক্রেডিবল প্রোফাইল পেলাম না। বরং তার যে ছবিটি ‘ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট’-এর ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে সেটিও ফেইক। শাটারস্টোক থেকে একজন পুরুষ মডেলের ছবিকে নিজের ছবি হিসেবে ব্যবহার করেছেন টিম লারকিন।”
আন্তর্জাতিক বার্তা সংস্থা এই ফ্যাক্ট চেকার আরও লিখেন, ‘এই খবর পড়ে ২ বছর আগের অনুভূতি পাচ্ছি! ওই সময় ‘ভুয়া বিশেষজ্ঞ’ দিয়ে কলাম লেখানো নিয়ে একটা রিপোর্ট করেছিলাম। এবার শুরু হয়েছে বাংলাদেশ বিষয়ে ভুয়া সাংবাদিক দিয়ে ‘খবর’ উৎপাদন করা!”
 

 
                            -20250324135458.webp) 
                                    -20250323081001.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন