শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৫:৪৪ পিএম

অর্থনীতিতে নারীর অবদান ও অধিকার

মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৫:৪৪ পিএম

অর্থনীতিতে নারীর অবদান ও অধিকার

ছবি: রূপালী বাংলাদেশ

বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। গতকাল এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। পৃথিবীর কোনো অংশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের। দিনটির পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। বহু দেশে তাই দিনটি পরিচিত আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস হিসেবে। 

১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন ১৫ হাজার নারী শ্রমিক। সেই থেকেই ইতিহাসে জায়গা করে নেওয়া এই দিনের। ১৯০৯ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

১৯১১ সালে এরপর অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ডে নারী দিবস পালিত হলো ১৯ মার্চ। কয়েক বছরের মধ্যেই, ১৯১৩-১৯১৪ তে ২৩ ফেব্রুয়ারি আলাদা করে উদযাপিত হলো নারী দিবস। রাষ্ট্রপুঞ্জে প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো ১৯৭৫-এর ৮ মার্চ। ২০১১ সালে পালিত হয় দিনটির শতবর্ষ। 

এ বছরের আন্তর্জাতিক নারী দিবস-এর  থিম হলো-‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ । নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করেছে বিভিন্ন সংগঠন। আর পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা অর্ধেক কেন, আকাশের সিকি ভাগেও স্বাধীনভাবে বিচরণ করতে বাধা পাচ্ছেন প্রতি পদে পদে। তবে মুদ্রার দু’পিঠই রয়েছে। একদিকে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে সব রকম পেশায় সমান সফল হচ্ছে মেয়েরা। 

অন্যদিকে আমাদের দেশেই এখনো কোনো কোনো গ্রামে কন্যা ভ্রণহত্যা হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে,  যৌতুকের জন্য হচ্ছে নির্যাতন, বধূহত্যা। তবে নারীযাপন নারী জীবন উদযাপিত হোক প্রতিটা দিন। পরিবর্তনশীল এই বিশ্বে টিকে থাকতে হলে পুরুষের পাশাপাশি নারীদের সামনে নিয়ে আসতে হবে। এজন্য রাষ্ট্র, সমাজ এবং দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবর্তন করতে হবে দৃষ্টিভঙ্গি। 

এতে দেশ উন্নত হবে এবং নারীদের অবস্থার পরিবর্তন ঘটবে। ‘বুক ফাটে তো মুখ ফোটে না।’ আদিকালের সেই ঘটনা আর তো খাটে না। এখন সবার মুখ ফোটে। কারও বুক ফাটে না। লজ্জাবতী নারী দেখে কে বলেছে সেই কথা। যুগের হাওয়া বদলে গেছে। নারীর মনে নেই ব্যথা। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে। পুরুষতন্ত্রকে সমূলেই উৎপাটন করতে হবে।

প্রতিটি দিবসই কোনো না কোনোভাবে মানুষের কাছে গুরুত্বপূর্ণ। নারী তার অধিকার আদায়ে কতটা সংগ্রামী তা বিশ্বকে জানান দেওয়ার একটা বিশেষ পন্থা। একজন নারী চাইলেই তার সুনিপুণ কর্মদক্ষতা দ্বারা একটা জাতিকে সুশীল ও সুদক্ষ এবং একটি দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে পারে। এমন কোনো সেক্টর নেই যেখানে নারীরা পদচারণ করেনি। 

ঘর সামলানোর কাজ থেকে শুরু করে, কোট-কাচারি, অফিস-আদালত, ব্যাংক-বিমা, ব্যবসা-বাণিজ্য এমনকি দেশ চালনার মতো কঠিন কাজেও নারীরা পিছিয়ে নেই। কিন্তু, আমার ভাবতেই অবাক লাগে যে, একবিংশ শতাব্দীতে এসেও আমাদের দেখতে হচ্ছে নারী উন্নয়নের প্রধান বাধা ‘পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি’ যা মোটেই কাম্য নয়। 

এখনো কিছু কাজের ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য করা হয় যা একটা দেশের উন্নয়নের বাধা হতে পারে। আমার মতে, একটা দেশ তখনই স্বাবলম্বী হয়ে ওঠে যখন সেই দেশের নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ পায়। নানান ক্ষেত্রে বৈষম্য, নির্যাতনের শিকার হওয়ার পরও উন্নয়নমূলক প্রতিটি কাজে নারীরা অংশগ্রহণ করছে যা প্রশংসনীয়।

নারী দিবসের গুরুত্ব, মাহাত্ম্য অনুধাবন ও অনুসরণ করলে  জীবনকে ঋদ্ধ করবে। বুঝে নেবে তার করণীয়, দিব্যচোখে দেখে নেবে ভবিষ্যৎ। যার জন্য প্রতিনিয়ত আমাদের শুরু বা শিকড়টা বারবার বুঝে নিতে হয়। নারী দিবস সেই অর্থে গুরুত্ব রাখে সর্বাগ্রে। আর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাজপথে আন্দোলন করেছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছিলেন এবং সম্মুখযুদ্ধে পুরুষের পাশাপাশি যুদ্ধ করেছেন। স্বাধীনতার জন্য তিন লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। এসব তো অনেক আগের ঘটনা। তখন কমসংখ্যক মানুষ শিক্ষিত ছিল। আর এখন শিক্ষার হার বেড়েছে। মানুষের চিন্তাধারার উন্নতি হয়েছে। 

কিন্তু যখনই নারীর অধিকারের প্রশ্ন সামনে এসেছে, তখনই মানুষের চিন্তাধারা দেখে মনে হয়েছে, সমাজের অগ্রযাত্রা হয়তো আরও দুইশ বছর পেছনে চলে গেছে। আমরা মুখে নারী অধিকারের কথা বলব, অথচ ঘরের বউকে বাইরে চাকরি করতে দেব না। বিয়ের সময় মেয়ের বাবাকে যৌতুক দিতে হবে। 

মেয়ে যদি অল্প শিক্ষিত হয় তাহলে ভালো কথা; কিন্তু যদি উচ্চশিক্ষিত হয় তাহলে বিয়ের আগেই বলতে হবে- মেয়ে এখন যা করছে করুক, কিন্তু বিয়ের পরে চাকরি করতে পারবে না। আমরা মুখে বড় বড় কথা বলি, কিন্তু বাস্তবে অধিকাংশের মানসিকতা এ রকম। সব ধর্মেই মায়েদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। ইসলাম ধর্মে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সনাতন ধর্মে বলা হয়েছে, মা স্বর্গের থেকেও বড়। তারপরও বাস্তব জীবনে অধিকাংশ নারী তাদের যোগ্য সম্মান পান না।

দেশের অর্ধেক মানুষ নারী। তাদের অগ্রাহ্য করে দেশ ও জাতির উন্নয়ন কখনোই সম্ভব নয়। নারীর অধিকার কখনো আপসে কেউ দেয়নি। যে অধিকার তাদের প্রাপ্য তা কেন আইন পাস করে তাদের দিতে হবে? নারীদেরই তাদের নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। তাদের ভাগ্যের পরিবর্তন তাদেরকেই করতে হবে। 

এক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। এ সমাজে মেয়ে হয়ে জন্ম নেওয়া মানেই সারা জীবন সংগ্রাম করে বাঁচতে হবে। তাই প্রত্যেক মেয়েকেই শিক্ষিত হতে হবে নিজের চেষ্টায়। যে পরিবারের সমর্থন পাবে, তার চলার পথ সহজ হবে; যে পরিবারের সমর্থন পাবে না, তার চলার পথ কঠিন হবে- এটা বলার অপেক্ষা রাখে না। তাকে এ সমাজের সঙ্গে যুদ্ধ করে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। আর আমাদের পুরুষদের নিজেদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।

পরিশেষে, মায়েদের ত্যাগ ও ভালোবাসা ছাড়া মানবীয় প্রতিভার বিকাশ ও সমাজের স্থায়িত্ব বজায় রাখা সম্ভব নয়। মায়েরাই সমাজের প্রধান ভিত্তি তথা পরিবারের প্রশান্তির উৎস।

এই দিনটি নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠার জন্য পালন করা হয়। পুরুষদের সমান অধিকার পাওয়া, নারীদের প্রতি সহিংসতা বন্ধ করা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা, এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা আন্তর্জাতিক নারী দিবসের অন্যতম লক্ষ্য।
যেভাবে আরও অর্থবহ করা যায়

১. নারীদের প্রতি সম্মান প্রদর্শন করুন। ঘরে-বাইরে সকল নারীকে সম্মান করুন। কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত করুন।
২. নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন। বিভিন্ন কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অংশ নেওয়া যেতে পারে।
৩. নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে সহায়তা করুন। নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে। নারীদের শিক্ষায় সহায়তা করা জরুরি।
৪. নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হোন। নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে কাজ করুন। সহিংসতার শিকার নারীদের সহযোগিতা করতে হবে।

জাতি-গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেওয় দরকার। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে এবং ভবিষ্যতের পথপরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে। 

আর দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন ধারার সূচনা করেন। ফলে নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীর ক্ষমতায়ন মানে শুধু নারীদের জন্য নয়, এটি সমাজের অগ্রগতির জন্যও অত্যন্ত জরুরি। আমরা যদি সত্যিকার অর্থে নারীর প্রতি শ্রদ্ধাশীল হই, সমান সুযোগ নিশ্চিত করি এবং নারীদের পাশে দাঁড়াই, তাহলে একটি সুন্দর, সাম্যপূর্ণ সমাজ গঠন সম্ভব হবে। 
লেখক:  গবেষক ও কলাম লেখক 
 

রূপালী বাংলাদেশ

Link copied!