ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি: নজরুল ইসলাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:৪৭ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের মধ্যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, তা দ্রুত দূর করা উচিত।

রোববার (৪ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করার যৌক্তিক কোনো কারণ নেই। সংস্কার ও গণহত্যার বিচার চলছে এবং সামনে যারা সরকার গঠন করবে, তারাও এই বিচার কার্যক্রম চালিয়ে যাবে।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হওয়া উচিত। জনগণ একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছে।”