ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে ইনসাফের শাসন কায়েম করতে চায় জামায়াত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৪:১৫ এএম
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ছবি- সংগৃহীত

সব ধরনের জুলুম ও নিপীড়নের অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামি।

সোমবার (৭ জুলাই) ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলটির ঢাকা দক্ষিণ অঞ্চল আয়োজিত এক সমন্বয় সভায় এমন মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন। এতে উপস্থিত ছিলেন জেলার কর্মপরিষদ সদস্য, মহানগর ও উপজেলার আমির ও সেক্রেটারিগণ।

সভায় মাওলানা আবদুল হালিম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ হবে গণআন্দোলনের নতুন মাইলফলক।

তিনি বলেন, এই সমাবেশে সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি উত্থাপন করা হবে।

সভায় তিনি দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। একইসঙ্গে প্রচার, জনসম্পৃক্ততা ও সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তারা ১২ বছর পর জামায়াতের রাজনৈতিক প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন ফিরে পাওয়ার ঘটনায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এটিকে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

মাওলানা আবদুল হালিম বলেন, শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি, গুম, হত্যাসহ সহস্র নির্যাতনের মধ্যেও জামায়াতের আদর্শিক আন্দোলনকে দমিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা রুহুল কুদ্দুস, নরসিংদী জেলা আমির মাওলানা মোসলেহ উদ্দিনসহ বিভিন্ন মহানগর ও জেলার কর্মপরিষদ সদস্য এবং থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।