নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৯ আগস্ট) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী ২০২৫।
দুপুরের পর জার্মানির বিভিন্ন শহরে বসবাস ও অধ্যয়নরত শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি মামুন রশীদ, আয়োজক কমিটির সভাপতি মো. মাহাদী হাসান এবং পূর্বের পূণর্মিলনী কমিটির সভাপতি গোলাম হাফিজ খান।
বক্তারা বিশ্ববিদ্যালয়ে কাটানো সোনালি দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। উঠে আসে নানা হাসি-কান্নার গল্প।
অনুষ্ঠানে ড. নিধু লাল বণিক শাবিপ্রবি অ্যালামনাই সমিতির নতুন ওয়েবসাইট ও গঠনতন্ত্র উপস্থাপন করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংক্ষিপ্ত বিরতির পর তিনি নতুন অ্যাডভাইজারি ও এক্সিকিউটিভ কমিটির ঘোষণা দেন।
১১ সদস্যের উপদেষ্টা কমিটির পাশাপাশি অনুষ্ঠিত নির্বাচনে নাদেরা সুলতানা তানি প্রেসিডেন্ট এবং আঞ্জুমান আরা শাম্মি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দিনব্যাপী আয়োজনের অংশ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, গেমস ও শিশুদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন।
আয়োজকরা জানান, পরবর্তী পূণর্মিলনী ২০২৭ সালে জার্মানির এসেন শহরে অনুষ্ঠিত হবে।