আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই আগামীকাল (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে দেশটির একাধিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। যদিও ডিআরএস না থাকা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানে নেই।
সে কারণেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে, ৩০ মে ও ১ জুন অনুষ্ঠিতব্য এই সিরিজে বল ট্র্যাকিং ও আলট্রা এজ প্রযুক্তিসহ ডিআরএস থাকছে না।
বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকেও জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে আম্পায়ারের সিদ্ধান্তই হবে উভয় দলের জন্য চূড়ান্ত।
এর আগে ভারতের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি শেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ পুনরায় শুরুর পরও ডিআরএস প্রযুক্তি পাওয়া যায়নি।
ওই সময় কোনো কারণ না জানালেও, ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, সংঘাতের জেরে প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল পাকিস্তানে ফেরেনি।
একই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তবে ডিআরএস না থাকলেও পিএসএলে কোনো সিদ্ধান্ত নিয়ে সেভাবে বিতর্ক তৈরি হয়নি।
এদিকে, ডিআরএস না থাকায় খেলার স্বচ্ছতা ও নিখুঁত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে। আধুনিক ক্রিকেটে ডিআরএসের গুরুত্ব অপরিসীম। তাই উভয় দলকেই আম্পায়ারের সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকতে হবে।
সিরিজ শুরুর একদিন আগে আজ (মঙ্গলবার) ট্রফি উন্মোচন ও অধিনায়কদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করবে পিসিবি।
আপনার মতামত লিখুন :