ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১২:৪০ পিএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান দলের একাংশ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই। এই দুই দেশের মুখোমুখী লড়াই মানে দর্শকদের উপচে পড়া ভিড়। তবে শুধু দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ না, উত্তেজনা দেখা যায় খেলোয়াড়দের মধ্যেও।

আবারও এমন পরিস্থিতি দেখতে যাচ্ছে দর্শকরা। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে আজ (১৬ জুলাই) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। 

অধিনায়ক সালমান আলি আগা ও তার সঙ্গী কয়েকজন ক্রিকেটার এবং কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে পৌঁছেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গেছে, আজ বিকেলেই দলের বাকি সদস্যরা ঢাকায় আসবেন।

এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল সালমানদের দল। তবে তা ছিল পাকিস্তানের মাটিতে। কিন্তু এবার চ্যালেঞ্জটা সহজ হবে না সফরকারীদের।

ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে করাচিতে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেছিলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ংকর। অতীত রেকর্ড ঘাটলেই বোঝা যাবে, এখানে অনেক বড় দলই হেরে গেছে। আমরা জানি, এখানে তারা আমাদের কঠিন সময় দেবে। সেই অনুযায়ীই নিজেদের প্রস্তুত করেছি।’

সিরিজের সূচি অনুযায়ী, ২০, ২২ ও ২৪ জুলাই, তিনটি টি–টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬:৩০টা থেকে।

সাম্প্রতিক ফর্ম, পরিসংখ্যান এবং মাঠের ইতিহাস মিলিয়ে দুই দলের এই লড়াই যেন আগুনে ম্যাচের পূর্বাভাস দিচ্ছে। মিরপুরের হোম কন্ডিশনে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ, অন্যদিকে ঘরের মাঠের জয়ের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে চায় সফরকারী পাকিস্তান।