ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডেভনশায়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৪:০১ পিএম
বাঁ-হাতি স্পিনার ফ্লোরা ডেভনশায়ার। ছবি-সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড নারী দল। বাঁ-হাতি স্পিনার ফ্লোরা ডেভনশায়ার চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসার হান্নাহ রোয়ে।

২২ বছর বয়সী ডেভনশায়ার এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অনুশীলনের সময় বোলিং হাতে চোট পেয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে বিশ্বকাপের বাকি অংশে আর খেলা সম্ভব হচ্ছে না।

দলের প্রধান কোচ বেন সোয়ার বলেন, আমরা সবাই ফ্লোরার জন্য কষ্ট পাচ্ছি। সে কঠোর পরিশ্রম করে দলে জায়গা করে নিয়েছিল। দুঃখজনক যে তার বিশ্বকাপটা এত দ্রুত শেষ হয়ে গেল।

চোটগ্রস্ত ডেভনশায়ারের বদলি হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ সিমার হান্নাহ রোয়ে। ইতোমধ্যেই ৬০টি ওয়ানডে খেলা রোয়ে এবার খেলবেন তার তৃতীয় বিশ্বকাপে। 

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ অক্টোবরের ম্যাচে তিনি থাকছেন না, পরদিন দলের সঙ্গে যোগ দেবেন হান্নাহ রোয়ে।

কোচ সোয়ার আরও বলেন, হান্নাহ রোয়ে ফ্লোরার মতো হুবহু বিকল্প না হলেও, তিনি অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং অলরাউন্ড দক্ষতা দিয়ে দলকে সহায়তা করবেন। উপমহাদেশের কন্ডিশনেও তার ভালো অভিজ্ঞতা রয়েছে।

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৯ রানে হেরে যায়। ৬ অক্টোবর ইন্দোরে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে দল উড়াল দেবে গুয়াহাটিতে। যেখানে ১০ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে কিউইরা।