ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাচ হারার পরও কেন দেশে ফিরছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:৫০ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের রেশ কাটতে না কাটতেই আবারও ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মহাদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সংযুক্ত আরব আমিরাতেই রয়ে গেছে টাইগাররা। 

এই আরব আমিরাতে আগামী অক্টোবরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে তারা।

গত বৃহস্পতিবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে 'অঘোষিত সেমিফাইনালে' মাত্র ১১ রানে হেরে এশিয়া কাপ ফাইনালের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। 

আগামী ২৮ সেপ্টেম্বর যখন এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তান শিরোপার জন্য লড়বে, তখন বাংলাদেশ দল থাকবে আমিরাতেই। 

ফাইনালের মাত্র পাঁচ দিন পরই তারা শুরু করতে যাচ্ছে নতুন মিশন—আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ।

এই সিরিজের সূচনা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৩ ও ৫ অক্টোবর একই মাঠে হবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দল দুটি পাড়ি জমাবে আবুধাবিতে। সেখানে শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে—৮, ১১ ও ১৪ অক্টোবর।

উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল মাত্র ৮ রানের ব্যবধানে। সেই জয়েই সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছিল টাইগাররা।