ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ইনিংস ব্যবধানে জয় নিয়ে যা বলল ভারত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৪:৩৬ পিএম
শুভমান গিল। ছবি- সংগৃহীত

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে শুভমান গিলের দল। মাত্র তিন দিনেই শেষ হওয়া এই ম্যাচে ভারত খেলেছে নিখুঁত ক্রিকেট।

ম্যাচ শেষে গিল বলেন, তিনজন সেঞ্চুরিয়ান আর দুই ইনিংসেই দুর্দান্ত ফিল্ডিং—আমার কোনো অভিযোগ নেই। টানা ছয়বার টস হারলেও জিতছি ম্যাচ, এটাই গুরুত্বপূর্ণ।

প্রথম দিনে মোহাম্মদ সিরাজের ৪/৪০ স্পেলে ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ভারতের তিন সেঞ্চুরিয়ান—কেএল রাহুল (১০০), ধ্রুব জুরেল (১২৫) ও রবীন্দ্র জাদেজা (১০৪*) মিলে দলকে পৌঁছে দেন ৪৪৮/৫ এ।

২৮৬ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দেয় ভারত। এরপর জাদেজা, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর মিলে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে দ্রুত গুটিয়ে দিয়ে তিন দিনের মধ্যেই জয় নিশ্চিত করেন।

এ নিয়ে গিল বলেন, যখন দলে মানসম্মত এত স্পিনার থাকে, প্রতিপক্ষের জন্য রোটেশন করাই কঠিন হয়ে পড়ে। চ্যালেঞ্জ আছে, কিন্তু এটাই ভারতের মাটিতে খেলার মজা—সবসময় কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজটা করে দেয়।

তিনি আরও যোগ করেন, আমরা শিখছি প্রতিনিয়ত। দলগতভাবে কিভাবে কঠিন পরিস্থিতি সামাল দিয়েছি, সেটাই সবচেয়ে তৃপ্তিদায়ক।

ম্যাচসেরা জাদেজাকে নিয়ে শুভমান বলেন, জাদেজা ব্যাট-বলে সমান উজ্জ্বল। ১০৪* রানের পাশাপাশি তার শিকার ৪/৬৯। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে অফ-সিজনে ফিটনেস ও স্কিলের কাজই তাকে নতুন উচ্চতায় তুলেছে।