ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

কোচ হিসেবে ব্রাজিলে যেসব সুবিধা পাবে কার্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০২:২৮ পিএম
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। কোচিংয়ের দায়িত্বের পাশাপাশি আনচেলত্তি মোটা অঙ্কের বেতন এবং আকর্ষণীয় সুযোগ-সুবিধাও পাচ্ছেন।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর থেকেই এই নিয়োগ নিয়ে গুঞ্জন চলছিল, যা গতকাল রাতে সত্যি হলো। ক্লাব ফুটবলে সাফল্য অর্জন করা এই অভিজ্ঞ কোচ ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বকাপ শিরোপা খরায় ভোগা ব্রাজিলকে সাফল্যের বন্দরে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে এই কিংবদন্তি কোচকে। 

সিবিএফ সূত্রে জানা গেছে, ১৪ মাসের চুক্তিতে আনচেলত্তি প্রতি মাসে বেতন হিসেবে পাবেন প্রায় ৭ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা)। অর্থাৎ, তার বার্ষিক বেতন দাঁড়াবে প্রায় ৮৮ লাখ ডলার (প্রায় ১০৬ কোটি টাকা)। 

শুধু বেতনই নয়, আনচেলত্তির জন্য থাকছে লোভনীয় পারফরম্যান্স বোনাসও। ২০২৬ বিশ্বকাপ যদি ব্রাজিল ঘরে তুলতে পারে, তবে তিনি অতিরিক্ত প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস হিসেবে পাবেন।

বেতন ও বোনাসের বাইরেও আনচেলত্তিকে একাধিক বিশেষ সুবিধা দিচ্ছে সিবিএফ। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আনচেলত্তির ঠিকানা হবে রিও ডি জেনিরো, যেখানে তার জন্য একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং এর সম্পূর্ণ খরচ বহন করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। 

ইউরোপে থাকা পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুবিধার জন্য আনচেলত্তিকে একটি ব্যক্তিগত জেট ব্যবহারের সুযোগও দেওয়া হবে। এছাড়াও, সিবিএফের অর্থায়নে তিনি একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার সুবিধাও পাবেন।

ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ নিয়ে আনচেলত্তি আগামী মঙ্গলবার বিস্তারিত কথা বলবেন বলে জানা গেছে। মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচের আগে তিনি এই সাক্ষাৎকার দেবেন। এরপর আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব বুঝে নিতে তিনি রিও ডি জেনিরোতে যাবেন। 

দায়িত্ব গ্রহণের পরই পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করবেন এই অভিজ্ঞ কোচ।