ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের জার্সিতে ২১৯ বার মাঠে নেমে ১৩৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এবার সেই জার্সিকে নতুন করে গর্বিত করলেন তার পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়র। বাবার পথ ধরে জুনিয়র রোনালদোও পর্তুগালের জার্সি গায়ে চাপিয়েছেন।
পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় ব্লাকদো মার্কোভিচ টুর্নামেন্টে জাপানের বিপক্ষে ৪-১ গোলের জয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে তার। যদিও এই ম্যাচে আল নাসের তারকার ছেলে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন।
ছেলের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। নাতির অভিষেক দেখার আগে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে পর্তুগালকে শুভকামনা জানান।
শুধু দাদি নন, জুনিয়রের এই অর্জনে উচ্ছ্বসিত বাবা ক্রিস্টিয়ানো রোনালদোও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘পর্তুগালের হয়ে তোমার অভিষেকের জন্য অভিনন্দন বাবা। তোমাকে নিয়ে খুবই গর্বিত।’
বাপের ব্যাটা খ্যাতাব পাওয়া জুনিয়র রোনালদোর ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ার এখন দেখার বিষয়। বাবার মত তিনিও আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়াতে পারেন কিনা, সেটাই এখন সময়ের অপেক্ষা।