যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত ওই ন্যাশনাল গার্ড সদস্যের নাম সারাহ বেকস্ট্রম। ট্রাম্প জানান, ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম গুলিতে আহত হয়ে মারা গেছেন। আরেক সদস্য ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফ ‘বাঁচার জন্য লড়াই করছেন’ বলেও জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার একটু পর ডাউনটাউনের ফ্যারাগাট স্কয়ারের কাছে খুব কাছ থেকে ন্যাশনাল গার্ডের ওই দুই সদস্যকে গুলি করা হয়। ঘটনাস্থলেই পুলিশ আফগানিস্তান থেকে আসা ২৯ বছর বয়সী রহমনুল্লাহ লাখানওয়াল নামে এক সন্দেহভাজনকে আটক করে।
পরে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড সদস্য বেকস্ট্রমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওয়েস্ট ভার্জিনিয়ার সারাহ বেকস্ট্রম অত্যন্ত সম্মানিত, তরুণ, অসাধারণ এক মানুষ... সে আর আমাদের মধ্যে নেই।’
এদিকে বুধবারের এই ঘটনার পর অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ফক্স নিউজকে বলেন, থ্যাঙ্কসগিভিং ছুটিতে স্বেচ্ছায় কাজ করতে তিনি রাজধানীতে এসেছিলেন। ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস বলেন, বেকস্ট্রমের মৃত্যুসংবাদে তিনি ‘মর্মাহত’।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই কঠিন থ্যাঙ্কসগিভিং-এ আমরা তার পরিবার, স্বজন ও সহকর্মীদের জন্য প্রার্থনা করছি। অ্যান্ড্রু উলফের সুস্থতার জন্যও আমরা প্রার্থনা করছি।’
অপরাধ দমনে ‘নিয়ন্ত্রণহীন পরিস্থিতি’ মোকাবিলায় গত আগস্ট থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন শহরে সেনা মোতায়েন শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের এই রাজধানীতে দুই হাজারের বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করছেন।
ন্যাশনাল গার্ড মূলত রিজার্ভ বাহিনী। তাদের সামরিক দায়িত্বে ডাকা হলেও আইন প্রয়োগ বা গ্রেপ্তারের ক্ষমতা নেই। হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে এ ঘটনাটি ঘটায় দ্রুত অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ঘটনাস্থলে পৌঁছে যায় ও বন্দুকধারীকে আটকে ফেলে।
সিবিএস নিউজকে আইন প্রয়োগকারী সূত্র জানায়, আটক করার সময় সন্দেহভাজনকে চারবার গুলি করা হয়েছিল।



