যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নেবে, তা নিয়ে বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত হচ্ছে। আজ সোমবার ইমেইলে সেটা পাঠানো হতে পারে। তবে তৃতীয় দফায় সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে বলে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে।
এদিকে গতকাল রোববার দুপুরে আবারও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই বৈঠকে বাণিজ্যসংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া অবাণিজ্যসংক্রান্ত চুক্তি বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক-সংক্রান্ত একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে তৃতীয় দফার আলোচনা শুরুর আগে দেশের ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন মন্ত্রণায়ের মতামত নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ব্যবসারত মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর শুল্কের হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বাংলাদেশ। সবার মতামত নিয়ে আমেরিকার সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসার প্রস্তুতি চলছে। প্রস্তুতি হিসেবে বুধবার একটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।