ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০১:০৩ এএম

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিজিবি চোখ ফাঁকি দিয়ে কৌশলে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে। প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক ঠেলে পাঠাচ্ছে বাংলাদেশের ভূখ-ে। এই অবৈধ অনুপ্রবেশের মধ্যে অন্যতম জেলার উপজেলা বড়লেখা সীমান্ত।

গতকাল সোমবার ভোর ৫টার দিকে বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত দিয়ে বিএসএফ জোরপূর্বক ঠেলে পাঠিয়েছে নারী, শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে।

পরে স্থানীয়রা খবর দিলে ৫২-বিজিবির লাতু বিওপির একটি টহলদল তাদের আটক করে। আটকদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় পাঁচ বছর আগে তারা কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে সেখানে অবস্থান করেছেন। কিছুদিন আগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। সোমবার রাতে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত শুক্র ও শনিবার দুই দিনে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার আটক পাঁচজনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই শেষে থানায় হস্তান্তর করা হয়। তারা সবাই বাংলাদেশি।