চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়ার লাশ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় তার রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
সহপাঠীরা জানিয়েছেন, অ্যাকাডেমিক ফলাফল নিয়ে হতাশায় ছিলেন লামিয়া। এ কারণে আত্মহত্যা করতে পারেন। তবে পুলিশ বলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, লামিয়া তার বাবা-মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেত্রী। প্রথম বর্ষের পরীক্ষায় ৬টি কোর্সে অকৃতকার্য হওয়ায় ড্রপ আউট হন। এ নিয়ে হতাশায় ছিলেন বলে সহপাঠীরা জানিয়েছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় তার বাসার গৃহকর্মী রুম ঝাড়ু দিতে গেলে লামিয়াকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বাবা-মা তার লাশ নামিয়ে নিচে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, ‘আমরা জানার পর হাটহাজারী থানা এবং পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানাই। পরে এসে দেখি তার বাবা-মা তার লাশ নামিয়ে নিচে শুয়ে রেখেছে। এখন লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে।’
এ বিষয়ে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ মাটিতে শোয়ানো অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’