ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ঘুষ গ্রহণের অভিযোগ চট্টগ্রামে ভ্যাট কর্মকর্তা বরখাস্ত

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০১:০৬ এএম

চট্টগ্রামে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী ভাতা পাবেন।

গত রোববার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ভ্যাটদাতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল আলীমকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকালীন তাকে সদর দপ্তরে নিয়মিত হাজিরা দিতে হবে এবং বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা যাবে না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।