নাটোরে সাপে কাটা এক রোগী চিকিৎসার জন্য সাপ নিয়েই হাসপাতালে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে অসিম সরদার (৩২)।
অসিমের ভগ্নিপতি অখিল সরদার জানান, ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখতেই একটি সাপ তাকে কামড় দেয় এবং দ্রুত গর্তে ঢুকে যায়। অসিমের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে গর্ত খুঁড়ে সাপটি বের করে খাঁচায় আটকে রাখেন। পরে অসিমকে নিয়ে সাপসহ সদর হাসপাতালে আসেন স্বজনরা।
সদর হাসপাতালের সেবিকা জেসমিন আক্তার জানান, বর্তমানে অসিম সরদার চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন