ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

জামালপুরে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৭:২৬ পিএম
জামালপুরে রূপালী বাংলাদেশের নবযাত্রার বর্ষপূর্তি কেক কাটা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক রূপালী বাংলাদেশের নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর রূপালী বাংলাদেশের সফল এক বছরের পথচলার নানা স্মৃতি, চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প তুলে ধরেন পত্রিকাটির জামালপুর প্রতিনিধি নাঈম আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পিবিআই-এর পুলিশ সুপার পঙ্কজ দত্ত। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুলফিকার মো. জাহিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলার চিঠি ডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু ও একাত্তর টিভির সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সুমন।

এ সময় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রিন্ট মিডিয়াকে টিকে থাকতে হলে অবশ্যই পাঠকের আস্থা অর্জন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, অনুসন্ধানী প্রতিবেদন এবং জনমানুষের কথা তুলে ধরতে পারলেই একটি পত্রিকা গণমানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

বক্তারা রূপালী বাংলাদেশকে ‘সত্য ও নিরপেক্ষতার পথে অগ্রযাত্রা করা একটি উদীয়মান দৈনিক’ উল্লেখ করে জামালপুরসহ দেশের প্রতিটি প্রান্তিক অঞ্চলের আপামর জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য পত্রিকার ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন, শুধু রাজনীতি নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, তরুণ সমাজ, নারী ও শিশু এবং প্রান্তিক মানুষের গল্পকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করলে খুব সহজেই একটি পত্রিকা অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে।

বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী, নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে। সত্য সংবাদের মাধ্যমে সমাজকে আলোকিত করার যে অঙ্গীকার নিয়ে রূপালী বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, প্রথম বছর শেষে সেটি আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে পত্রিকাটি আরও সমৃদ্ধ, তথ্যবহুল সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে।

অনুষ্ঠানে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, দুর্নীতি দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী জনমত গঠনে পত্রিকা ও গণমাধ্যমের সৃজনশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সকলেই। পাশাপাশি স্থানীয় উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, নদীভাঙন, বেকারত্ব, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ জনজীবনের নানামুখী ইস্যুতে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করার জন্য দৈনিক রূপালী বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।