ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:৩৬ পিএম
ঝিনাইদহে রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

ঝিনাইদহে উদযাপন করা হলো দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, লেখক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দৈনিক রূপালী বাংলাদেশের সব প্রতিনিধি ও পাঠকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছ সাংবাদিকতা, সত্য অনুসন্ধান ও পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে রূপালী বাংলাদেশ ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি আরও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজক রূপালী বাংলাদেশের ঝিনাইদহ প্রতিনিধি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও মানসম্মত সাংবাদিকতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।