লিচু চাষে আশাবাদী বীরগঞ্জের বাগান মালিকরা
মে ১১, ২০২৫, ০৫:২৮ পিএম
আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের বীরগঞ্জে লিচুগাছে প্রচুর লিচু ধরেছে। গাছভর্তি থোকা থোকা ছোট লিচু দেখে বাগান মালিকরা বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। এখন চলছে পরিচর্যার ব্যস্ততা।
উপজেলার বিভিন্ন এলাকায় বেদানা, বোম্বাই, মাদ্রাজি ও চায়না থ্রি লিচু চাষ বেশি হয়। সুস্বাদু হওয়ায়...