শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:১৪ এএম

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:১৪ এএম

মৃতের বাড়িতে স্বজনের ভিড়।  ছবি- সংগৃহীত

মৃতের বাড়িতে স্বজনের ভিড়। ছবি- সংগৃহীত

শেরপুর সদর উপজেলার গাজিখামার চকপাড়া গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে বলেশ্বর বিলে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন। এর আগে, সকালে ফুল তুলতে গিয়ে নিখোঁজ হয় তারা।

নিহতরা হলো-গাজিরখামার ইউনিয়নের চকপাড়া গ্রামের কৃষক মাশেক আলীর মেয়ে ফাহিমা আক্তার নুন (১২) ও একই গ্রামের অটোরিকশাচালক জয়নুদ্দিনের মেয়ে জিমি (৮)। তারা চাচাতো-জেঠাতো বোন এবং স্থানীয় সাইদুর রহমান মডেল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু ফুল তুলতে বিলের দিকে যায়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন ও গ্রামবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল ৩টার দিকে বলেশ্বর বিলের একটি বড় গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজন ইব্রাহীম খলিল বলেন, ওরা দুইজনেই আমার ছোট বোন। আমাদের বাড়ির পাশেই বলেশ্বর বিল, সেখানে অনেক শাপলা ফুল ফুটেছে। শুক্রবার হওয়ায় বিলে লোকজনও কম ছিল। বিলের বড় গর্তে পড়ে তারা ডুবে যায়।

গাজিখামার চকপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জরু মিয়া বলেন, তারা ছোট মানুষ, শাপলা তুলতে গিয়েই এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!