শেরপুরে সিজার অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শহরের নারায়ণপুর এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম আয়শা আক্তার আশা (২৫)। তিনি সদর উপজেলার কুসুমহাটি এলাকার ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।
প্রসূতির স্বজনরা জানান, অপারেশনটি পরিচালনা করছিলেন হাসপাতালের গাইনী ও অবসরপ্রাপ্ত সার্জন ডা. লুৎফর রহমান।
তাদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই আশার মৃত্যু হয়েছে, কিন্তু বিষয়টি গোপন করে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে রোগীর অবস্থা ‘সিরিয়াস’ বলে জানায়। পরবর্তীতে তারা লাশ এম্বুলেন্সে তুলে সদর হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়।
স্বজনদের সন্দেহ হলে তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করে দেখতে পান-রোগী ইতিমধ্যেই মারা গেছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয় জনতা হাসপাতালের গেইটে তালা লাগিয়ে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ওসি যুবাইদুল আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন