ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রবেশ করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ব্যাংকের চারপাশে অবস্থান নিয়ে ডাকাতদের অবরুদ্ধ করে রেখেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ডাকাতদের সঙ্গে গ্রাহকরাও অবরুদ্ধ থাকতে পারেন। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংক ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।