জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ট্যাক্স বাড়াতে না পারলে দেশের উন্নয়নে অংশীদার হওয়া যাবে না। তাই যারা রিটার্ন দিচ্ছে না, তাদের নোটিশ দেয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে তাদের ব্যাংক হিসেব তলব করা হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীরা আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে যথাক্রমে ১৯টি, ৪০টি ও ৫৫টি সুপারিশ তুলে ধরেন।
মো. আবদুর রহমান জানান, গত অর্থবছরে ৪৫ লাখ রিটার্ন জমা হলেও এর মধ্যে ৩০ লাখই শূন্য রিটার্ন ছিল। মাত্র ১৫ লাখ করদাতার কাছ থেকে প্রকৃত রাজস্ব আদায় সম্ভব হয়েছে। যা ট্যাক্স টু জিডিপি অনুপাতকে অনেক নিচে নামিয়ে এনেছে। এই পরিস্থিতিতে করহার যৌক্তিকভাবে বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই বলেও তিনি মত প্রকাশ করেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কর ব্যবস্থাকে আরও সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজার সার্টিফিকেট অনলাইনে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে প্রদান করা হয়েছে। আয়করের পাশাপাশি ভ্যাটও যেন ঘরে বসেই পরিশোধ করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে। একইসঙ্গে বন্ড সুবিধার অপব্যবহার রোধে এটিকে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, বাজেটকে জনবান্ধব রাখতে সবপক্ষের মতামত গ্রহণ করা হচ্ছে। আসন্ন বাজেটে ঘাটতি থাকতে পারে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় রাখা হবে। একইসঙ্গে মার্কিন শুল্ক আরোপের প্রেক্ষিতে দেশের তৈরি পোশাক খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকারের উদ্যোগ অব্যাহত আছে।
কর ফাঁকিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মো. আবদুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের যেসব দাবি এসেছে, তা যৌক্তিক এবং বিবেচনায় নেওয়া হবে। তবে রাজস্ব আহরণেই এখন মূল জোর দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন