বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকিং খাতে বিভিন্ন ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু থাকলেও নগদ অর্থের চাহিদা প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়ছে। এটি অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করছে এবং নগদ ব্যবস্থাপনায় সরকারের জন্য বড় অর্থ ব্যয় হচ্ছে।
তিনি বলেন, আমরা এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী কেউ বাদ যাবে না।
গভর্নর আরও বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বচ্ছ লেনদেন ব্যবস্থায় অপচয় কমবে, সময়ের সাশ্রয় হবে এবং জনগণের ভোগান্তিও হ্রাস পাবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
দেশে ক্যাশলেস অর্থনীতির বিস্তারে কিউআর কোডভিত্তিক লেনদেন দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের ব্যবহার কমিয়ে স্বচ্ছ ও সাশ্রয়ী লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নে কিউআর কোড বাধ্যতামূলক করার প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গভর্নর আরও উল্লেখ করেন, সরকার ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নগদবিহীন অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছে। এ জন্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত লেনদেন ব্যবস্থা চালুর কাজ চলছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন