SAHIC– সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন এবং ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড (DSL) আধুনিক ক্লাউড-বেসড হাসপাতাল ERP সফটওয়্যার সলিউশন উন্নয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় SAHIC-কে স্মার্ট, প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে DSL সফটওয়্যার ডিজাইন এবং বাস্তবায়নে সহযোগিতা করবে। ২৯ মে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড- SAHIC-এর নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। সিস্টেমটি হাসপাতালের স্বাস্থ্যসেবার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ডিজিটালাইজ করবে, যেমন রোগী ব্যবস্থাপনা সিস্টেম: রোগী নিবন্ধন ও অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং।
IPD এবং OPD ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস এবং বিলিং, আর্থিক ব্যবস্থাপনা ও বাজেটিং, হিসাবরক্ষণ এবং আর্থিক রিপোর্টিং, ইনভেন্টরি ব্যবস্থাপনা ওস্টক মনিটরিং, এইচআর এবং পে-রোল: কর্মী তথ্য ব্যবস্থাপনা ও উপস্থিতি ট্র্যাকিং, ওয়েবসাইট, ওয়েটিং স্ক্রিন ম্যানেজমেন্ট, ফার্মাসি ম্যানেজমেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয় দৈনিক হিসাবরক্ষণ সারাংশ রিপোর্ট এবং অন্যান্য এম আই এস রিপোর্ট। সিস্টেমটির বাস্তবায়ন SAHIC-এর কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করবে। রোগী তথ্য, আর্থিক লেনদেন, ইনভেন্টরি এবং মানবসম্পদ পরিচালনাকে আরও দক্ষভাবে পরিচালনা করতে সহায়তা করবে।
SAHIC-এর পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সভাপতি মমতাজ উদ্দীন ভুইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং পরিচালক ও প্রধান পরামর্শদাতা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- জাফর আহমেদ পাটোয়ারী (GM) এবং রিয়াজ উদ্দিন আহমেদ, (AGM ও হেড অব মার্কেটিং) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন