জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল আজ দুপুর নাগাদ ঘোষণা করা হতে পারে। এদিকে ভোট গণনা শুরুর পর ৩৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ২১টি হলের মধ্যে ১২টি হলে গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। মেশিনে ভোট গণনার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না।’
তিনি অভিযোগ করেন, অনিয়মের বিষয়ে লিখিতভাবে কমিশনকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি; বরং তাকে পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল। বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করেছেন বলেও জানান।
গণনায় ধীরগতি ও জটিলতা
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন; এর মধ্যে প্রায় ৬৭ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে। শুরুতে ওএমআর মেশিনে গণনার কথা থাকলেও প্যানেলগুলোর আপত্তির কারণে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ব্যালট তিন পৃষ্ঠার হওয়ায়, প্রায় ৮ হাজার ভোটের জন্য গণনা করতে হচ্ছে প্রায় ২৪ হাজার অংশ। এই জটিল প্রক্রিয়ার কারণে গণনায় দীর্ঘ সময় লাগছে।
নির্বাচন কমিশনের একজন রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘তিন দিনেও এটি শেষ করা সম্ভব নয়। আমরা গণনার পদ্ধতি পরিবর্তনের পক্ষে।’
ফল প্রকাশে দেরির পেছনে কারণ
গণনার ধীরগতির পাশাপাশি রাজনৈতিক দোলাচলের কথাও সামনে এসেছে। পাঁচটি প্যানেল আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘গণনা প্রক্রিয়ায় সময় লাগছে। ফল ঘোষণার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। লোকবল বাড়ানোর চেষ্টা চলছে।’
এদিকে, ভোট গণনা চলাকালে গতকাল শুক্রবার এক মর্মান্তিক ঘটনা ঘটে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১), যিনি প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, গণনা চলাকালে অসুস্থ হয়ে সিনেট ভবনের সামনে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল তার নিজ জেলা পাবনায় দাফন সম্পন্ন হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন