ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

এনটিআরসিএর ওয়েবসাইটে ঢুকে ৭০০ শিক্ষকের তথ্য চুরি করে আবেদন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৯:৫৫ এএম
বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ঢুকে জালিয়াতি করেছে একটি প্রতারক চক্র। উত্তীর্ণ শিক্ষকদের তথ্য দিয়ে আবেদন করে টাকাও দিয়েছে জালিয়াত চক্রটি। এ অবস্থায় উত্তীর্ণরা আবেদন করতে পারছেন না। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৭০০ শিক্ষক পদপ্রার্থী। দেশের একটি গণমাধ্যমে এমন ভয়াবহ খবর প্রকাশ হয়েছে।

খবরে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার আবেদনের শেষ তারিখ হওয়ায় এখন কি করবেন শিক্ষক পদপ্রত্যাশীরা তা নিয়ে চিন্তিত তারা। এদিকে বিষয়টি জানার পর তদন্ত শুরু করেছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

এ বিষয়ে এনটিআরসিএর সহকারী পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান-৩) মাইনুল ইসলাম গণমাধ্যমটিকে বলেন, এ ঘটনায় গত সোমবার বগুড়া থেকে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। যারা ভুয়া আবেদন করেছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয় ৪ জুন। যারা উত্তীর্ণ বা চাকরির সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের চূড়ান্ত প্রতিষ্ঠান পছন্দ করে আবেদন দাখিলের জন্য ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

গত ২২ জুন থেকে আবেদন শুরু করেন উত্তীর্ণরা। নিয়ম অনুযায়ী উত্তীর্ণরা তাদের রোল, ব্যাচ ও জন্মতারিখ দিয়ে ওয়েবসাইটে লগইন করে আবেদন দাখিল করার কথা। কিন্তু তা করতে গিয়ে আবেদন করতে পারছেন না। তারা দেখতে পান, তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অন্য কেউ আগে থেকেই আবেদন করে ফেলেছে।

জানা গেছে, যাদের রোল, জন্মতারিখ ও ব্যাচ ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশই সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত। ভুক্তভোগী একজন জানান, তিনি কুমিল্লার লাকসামের প্রভাষক। ৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তার তথ্য দিয়ে অন্য একজন আবেদন করেছেন। যার সঙ্গে তার ছবি, নাম ও স্বাক্ষরের মিল নেই।

এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর আরেক কর্মকর্তা জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। শিক্ষক পদপ্রত্যাশীদের আবার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।