ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৬:৩৯ পিএম
পরিক্ষার ফলাফল পেয়ে ইচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্য হারে কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার গড় পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ কম (২০২৪ সালে ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ)।

তবে এ বছর মোট ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় এক হাজারেরও বেশি (২০২৪ সালে ছিল ১০ হাজার ৮২৩ জন)।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিকে ৫৫ দশমিক ০২ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিক বিভাগে ১৩৮ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতায় চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।