ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

শেফালির ময়নাতদন্তে যা জানা গেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০১:৪৯ পিএম
বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার রাতে মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত এই তারকা। 

মৃত্যুর পর তার মরদেহ লাল ওড়নায় জড়িয়ে শনিবার সকালে ওশিয়ারা শ্মশানের পথে রওনা হন স্বামী পরাগ ত্যাগী এবং তার মা। স্ত্রীর কপালে শেষবারের মতো চুমু এঁকে বিদায় জানান পরাগ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় কুপার হাসপাতালে। 

পুলিশের প্রাথমিক তথ্যমতে, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালির হৃদরোগে মৃত্যু হয়। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী, তার মৃত্যুতে ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি। ঘটনার রাতেই স্বামী পরাগ ত্যাগী অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। 

মৃত্যুর খবর পুলিশ পায় রাত ১টার দিকে। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করে। এখন পর্যন্ত পরাগসহ অন্তত আটজনের বয়ান রেকর্ড করা হয়েছে। ফরেনসিক দল শেফালির বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে কোনো অসঙ্গতি মেলেনি, তবে তদন্ত অব্যাহত আছে।

এদিকে, শেফালির মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। মৃত্যুর আগে সামাজিকমাধ্যমে তার শেষ পোস্ট প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে ঘিরে ছিল। 

জানা যায়, ‘বিগ বস ১৩’র সময় শেফালির সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। এর আগে তিনি গায়ক হরমিত সিংহকে বিয়ে করেছিলেন, যা ২০০৯ সালে বিচ্ছেদে গড়ায়। 

পরে ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি। শোনা যাচ্ছে, সম্প্রতি অ্যান্টি এজিং চিকিৎসা নিচ্ছিলেন শেফালি এবং ইনজেকশনও নিচ্ছিলেন, যা হয়তো মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে গুঞ্জন আছে মিডিয়াপাড়ায়।

মাত্র ৪২ বছর বয়সে শেফালির জীবনাবসানে বলিউডের অনেক তারকা শোক প্রকাশ করেছেন। স্বামী পরাগ ত্যাগী গণমাধ্যমকে বলেন, ‘আপনারা আমার পরীর জন্য প্রার্থনা করুন প্লিজ..।’ বলিউডে ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি তারকা বনে যান শেফালি জরিওয়ালা। 

এরপর তিনি ‘মুঝসে সাদি কারোগি’, ‘হুদুগুরু’, ‘শৈতানি রসমে’সহ একাধিক কাজ করে দর্শকের মনে জায়গা করে নেন। তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় ‘বিগ বস ১৩’ দিয়ে। জীবনের শেষ সময়ে তিনি টিভি, ওয়েব সিরিজ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমেও সক্রিয় ছিলেন।