যদি আপনি নতুন মডেলের আইফোন বা আসন্ন অ্যাপলের ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার জন্য দুঃসংবাদ রয়েছে। কারণ আইফোনের দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর কর আরোপ করেছেন, যার ফলে চীন থেকে উৎপাদন ইউনিট সরানোর জন্য মার্কিন ব্যবসায়ীরা চাপের মুখে রয়েছে।
এই কর বৃদ্ধির কারণে আইফোনের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। রিপোর্ট অনুযায়ী, যদি অ্যাপল এই কর বৃদ্ধির ফলে বর্ধিত খরচের দায়ভার গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়, তবে আইফোনের দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
অ্যাপল সাধারণত চীনে আইফোন তৈরি করে, আর চীন থেকে আমেরিকা কর আরোপ করায় অ্যাপলের ওপর চাপ বাড়ছে। অ্যাপলকে দুটি সিদ্ধান্ত নিতে হতে পারে— হয় এই অতিরিক্ত খরচ তারা নিজেরা বহন করবে, নয়তো এই খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দেবে।
অ্যাপলের নতুন আইফোনে দেওয়া এআই ফিচার্সও গ্রাহকদের বিশেষভাবে আকৃষ্ট করতে পারেনি, ফলে এখন আর আইফোনের প্রতি আগ্রহ তেমন নেই।
বিশেষজ্ঞদের মতে, যদি আইফোনের দাম আরও বাড়ে, তবে গ্রাহকরা বিকল্প ফোনের দিকে বেশি ঝুঁকতে পারেন। এর ফলে, আগামী দিনে স্যামসাংয়ের বিক্রি আইফোনের তুলনায় বেশি হতে পারে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন