ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:১০ এএম
প্রবাসী কর্মী ও পেট্রোনাস টুইন টাওয়ার। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য আনুষ্ঠানিকভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে দেশটির সরকার। শুক্রবার (৮ আগস্ট) থেকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এ ভিসা প্রদান শুরু করেছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। বৈধ পিএলকেএস ধারকদের জন্য আন্তর্জাতিক প্রবেশপথে ইমিগ্রেশন বিভাগ এ প্রক্রিয়া সমন্বয় করবে। আগামী বছরের জন্য পিএলকেএস নবায়নের অংশ হিসেবেই এমইভি দেওয়া হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সুবিধা কর্মীদের দেশীয় ও আন্তর্জাতিক যাতায়াত সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমাবে এবং বিদেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের চাপ হ্রাস করবে। ফলে বাংলাদেশি কর্মীরা বিভিন্ন প্রয়োজনে সহজে দেশে আসা-যাওয়া করতে পারবেন।

এমইভি চালুর বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে অবহিত করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে দাবি জানানো হচ্ছিল, যা ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে বাস্তবায়িত হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

গত মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। আলোচনার পর গত ১০ জুলাই মালয়েশিয়া সরকার এ-সংক্রান্ত পরিপত্র জারি করে।

বর্তমানে মালয়েশিয়া ১৫ দেশ থেকে কর্মী নিয়োগ করে। তবে এতদিন শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা কর্মীদের জন্য ভোগান্তির কারণ ছিল। মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে তারা এখন স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন।