বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৪:০৩ এএম

সুপার কাপে শেষ হাসি হাসল পিএসজি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৪:০৩ এএম

উয়েফা সুপার কাপের ট্রফি নিয়ে লুইস এনরিকের শিষ্যদের উল্লাস। ছবি- সংগৃহীত

উয়েফা সুপার কাপের ট্রফি নিয়ে লুইস এনরিকের শিষ্যদের উল্লাস। ছবি- সংগৃহীত

উয়েফা সুপার কাপে নির্ধারিত ৯০ মিনিট শেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে  প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) স্কোর ছিল ২-২। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে টটেনহ্যামকে উড়িয়ে দিয়ে সুপার কাপ নিজেদের করে নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইতালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে আরেকটি ইউরোপিয়ান ট্রফিতে নিজেদের নাম  লিখালো পিএসজি ।

ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল টটেনহ্যামের দখলে। তারা দাপুটে ফুটবল খেলে পিএসজিকে দিশেহারা করে তোলে। ৩৯তম মিনিটে বায়ার্ন মিউনিখ থেকে ধারে আসা জোয়াও পালিনিয়ার দুর্দান্ত এক ভলি পিএসজি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগলে, ফিরতি বলে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেন গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৪৮তম মিনিটে পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন টটেনহ্যামের নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো।

এরপর পিএসজিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তবে দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণে ধার বাড়ায় তারা। ম্যাচের ৬৫তম মিনিটে একবার টটেনহ্যামের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

যখন মনে হচ্ছিল টটেনহ্যাম সহজেই শিরোপা ঘরে তুলবে, তখনই নাটকীয় মোড় নেয় ম্যাচ। নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট বাকি থাকতে বদলি নামা লি কাং-ইন বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে গোল করে ব্যবধান কমান। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রস থেকে হেডে গোল করে গঞ্জালো রামোস পিএসজিকে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরান, যা ম্যাচকে সরাসরি টাইব্রেকারে নিয়ে যায়।

টাইব্রেকারে পিএসজির প্রথম শটটি ভিতিনহা পোস্টের বাইরে মারলেও, তাদের পরের চারজনই জালে বল জড়ান। অন্যদিকে, টটেনহ্যামের মিকি ফন দে ফেনের শট ঠেকিয়ে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে এবং মাথিয়াস তেল বাইরে মেরে বসেন। ফলে, লুইস এনরিকের দল ৪-৩ গোলে টাইব্রেকারে জয় লাভ করে এবং প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে।

গত মে মাসে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম, যা তাদের ১৭ বছরের শিরোপা খরা কাটিয়েছিল। তিন মাসেরও কম সময়ের মধ্যে আরেকটি ট্রফি জয়ের দ্বারপ্রান্তে এসেও তা ছুঁতে পারল না টটেনহ্যাম। সন হিউং-মিনের বিদায়ের পর টটেনহ্যামের অধিনায়কত্ব পাওয়া ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য এই দিনটি ট্রফির ছোঁয়ায় রাঙানো হলো না। এটি ছিল টটেনহ্যামের কোচ হিসেবে থমাস ফ্র্যাঙ্কের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

উল্লেখ্য, গত মাসে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হেরেছিল পিএসজি। অল্পের জন্য এক মাসের মধ্যে দুটি শিরোপা লড়াইয়ের মঞ্চে ইংলিশ দলের বিপক্ষে হারের হাত থেকে রক্ষা পেল তারা।

এই জয় পিএসজিকে তাদের অসাধারণ ট্রেবল মৌসুমের পর আরও একটি গুরুত্বপূর্ণ শিরোপা এনে দিল, যা তাদের আধিপত্যকে আরও সুসংহত করল।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!