দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত শহরের রামোন বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরকবোঝাই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। রোববার (৭ সেপ্টেম্বর) এ হামলায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ড্রোন আঘাত হানার পরপরই রামোন বিমানবন্দর ও এর আশপাশের আকাশসীমা বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে কিছুক্ষণ পরই একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে বিমানবন্দরে আছড়ে পড়ে। সাধারণত আকাশসীমায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বাজে। কিন্তু এ হামলার সময় কোনো সাইরেন বাজেনি। কেন বাজেনি এবং কীভাবে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিল, তা তদন্ত করছে দখলদার বাহিনী।
অ্যাম্বুলেন্স সেবাপ্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, বিস্ফোরণে অন্তত দুজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে একজনের গায়ে ড্রোনের ধ্বংসাবশেষ এসে লাগে, আরেকজন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ড্রোনটি সরাসরি যাত্রী টার্মিনালে আঘাত হানায় সাধারণ যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক দেখা দেয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ মন্ত্রী নিহত হন। এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল হুতিরা। সেই ধারাবাহিকতায় তারা প্রায় প্রতিদিনই ইসরায়েলে ড্রোন ছুড়ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন