সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:১৩ এএম

হামাসকে ‘শেষ বার্তা’ দিলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:১৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি- শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’

গত মার্চ মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে সাক্ষাতের সময়ও ট্রাম্প একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সেসময় তিনি হামাসকে দ্রুত সব জিম্মিকে মুক্তি এবং নিহতদের মরদেহ ফেরত দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক ভয়াবহ হামলায় ইসরায়েলে ঢুকে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে এখনো ৪৭ জন গাজায় অবস্থান করছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এসব জিম্মির মধ্যে অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং ইসরায়েল তাদের মরদেহ ফেরত চায়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করছে। তিনি ইঙ্গিত দেন যে, গাজায় হয়তো আরও জিম্মি নিহত হয়েছেন।

হামাসের উদ্দেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও। তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’=

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ হাজার ৩৬৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ হিসাবকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছে।

Link copied!