যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর পুনরায় বাড়তি শুল্ক আরোপ স্থগিতের আদেশে সই করেন। সংবাদমাধ্যম ফাস্টপোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের শুল্ক কমিশন জানায়, ২০২৫ সালের ঘোষণাপত্র নম্বর-৪ অনুযায়ী যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের হার থেকে ২৪ শতাংশ স্থগিত থাকবে আরও ৯০ দিনের জন্য, যা ১২ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। তবে এসব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে।
ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে চীনের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ১০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি একটি নির্বাহী আদেশে সই করেছি যা চীনের ওপর শুল্ক স্থগিতের মেয়াদ আরও ৯০ দিন বাড়াবে।’ এর আগে মঙ্গলবারই এই শুল্কবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন চলতি বছরের শুরুর দিকে একে অপরের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছিল। পরে মে মাসে আলোচনার মাধ্যমে সাময়িক বিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।
চুক্তি নবায়ন না হলে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশে পৌঁছাত এবং যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীনের শুল্ক দাঁড়াত ১২৫ শতাংশে।
হোয়াইট হাউস সোমবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্বাহী আদেশে জানিয়েছে, “ওয়াশিংটন-বেইজিং আলোচনায় ‘অর্থনৈতিক সম্পর্কের পারস্পরিক বাণিজ্যিক ঘাটতি’ সমাধানে কাজ চলছে এবং চীন যুক্তরাষ্ট্রের অভিযোগের বিভিন্ন বিষয় সমাধানে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ অব্যাহত রেখেছে।’’