ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। দিল্লির মহেন্দ্র পার্ক থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
দিল্লি পুলিশ বলছে, আটক দুজনই ঢাকার বাসিন্দা। সন্দেহ এড়াতে তারা নিজেদের ট্রান্সজেন্ডার নারী হিসেবে পরিচয় দিতেন। এজন্য তারা লিঙ্গ পরিবর্তনের সার্জারি করেন। পাশাপাশি নারীর পোশাক, উইগ ও মেকআপ ব্যবহার করতেন এবং নারীর ভঙ্গি অনুকরণ করে পরিচয় গোপন রাখার চেষ্টা করতেন।
তদন্তকারীদের দাবি, তারা দিনে ভিক্ষাবৃত্তি করতেন। নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আরও দাবি করা হয়, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ছাড়া তাদের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও পাওয়া যায়। ফোনের গ্যালারি ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে বেশ কিছু ছবি ও ভিডিও পাওয়া যায়, যেগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্যাগ করা ছিল। এরইমধ্যে দুজন বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
পুলিশ বলছে, বৈধ ভিসা বা ভ্রমণ নথি ছাড়াই তারা ভারতে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাদের দুজনকেই দেশে ফেরত পাঠানো হয়েছে।